মূল রচনা থেকে অংশ:
«11 এক্ষুনি হয়তো পানি উপচে পড়বে ।জগলু ভাই বললেন, কী, লাইন পাওয়া গেছে?মতি মিয়ার হাতে টেলিফোন । সে ভীত গলায় বলল, জি না।একটা কানেকশন ঠিকমতো করতে পারো না? নাম্বার জানো? বোতাম[)কমতো টিপছ? টিলিফোন হারুনের কাছ দাও । তুমি জীবনে কোনো-একটা কাজ ঠিকমতো করতে পেরেছ বলে আমার মনে পড়ে না।হারুনের পারফরমেন্স মতি মিয়ার চেয়েও খারাপ । সে বোতাম টেপারআগেই মোবাইল সেট হাত থেকে ফেলে দিল । সেট সে মেঝে থেকে অতিপ্রত তুলল । ঝড়ের গতিতে বোতাম টিপল। ছয়-সাত বার হ্যালো,হ্যালো" বলল, লাভ কিছু হলো না।জগলু ভাই বললেন, কী হলো? এখনো লাইনে পাচ্ছ না?হারুন কীপা-কীপা গলায় বলল, টেলিফোন অফ করে রেখেছে। রিং2] ধরেনা।জগলু ভাই থমথমে গলায় বললেন, বেকুবের মতো কথা বলবে শা.যে-মেয়ের বাপের এই অবস্থা, আমাদের সঙ্গে যেখানে তার যোগাযোগেরএকমাত্র ব্যবস্থা টেলিফোন, সেখানে সে টেলিফোন অফ করে রাখবে?আমি কোনো বেকুব পছন্দ করি না, আর আমাকে চলতে হয় বেকুব নিয়ে ।এখন চৌবাচ্চা কানায় কানায় পূর্ণ । টেলিফোনে মেয়েটিকে ধরা যাচ্ছেএ বলে চৌবাচ্চা কাজে লাগছে না। বাংলা ছবির কোনো দৃশ্য হলে এইঅবস্থায় ব্যাকগ্রাউন্ডে সুপার টেনশন মিউজিক বাজত | মিউজিকের মধ্যেআফ্রিকান ড্রামের শব্দ__দ্রিম ড্রিম ড্রিম । এই ড্রিম ড্রিমের সঙ্গে হার্ট বিটেরএন্দ মিশিয়ে মিশ্র মিউজিক ।আমি বললাম, জগলু ভাই, আমি কি ট্রাই করে দেখব? টেলিফোনেকানেকশন পাওয়ার লাক আমার খুব ভালো । সবসময় এক চানে লাইনগাই ।দলনেতা এবং দলের সদস্যরা সবাই একসঙ্গে আমার দিকে তাকাল ।গগলু ভাইয়ের চোখ চকচক করছে। তীর সিগারেট নিভে গেছে। তিনি(শডা সিগারেটই টানছেন ।মতি বলল, ওস্তাদ, এইটারে আগে পানিত চুবাই। এই কুত্তা বড়|পগদারি করতেছে ।৯
Recent Comments