মূল রচনা থেকে অংশ:
হাহা।''আঘমি যাচ্ছি।'লিলিয়ান দ্রুত করিডোরে চলে এল। সে এগ্রিতেই দ্রুত হাঁটে, আজ-আরে৷ দ্রুতহঁটছে। মেমোরিয়েল ইউনিয়নের বাইরে এসে হাঁফ ছাড়ল। পেহ'ন ফিরে তাকাল।জাহির দখা রাজ না অনিরাজা আর রর গাজর লন নি.এতেই লিলিয়ান আনন্দিত।লিলিয়ান তার ত্যাপার্টমেন্টে ফিরল না। কীধে ব্যাগ ঝুলিয়ে হাটতে বের হল।আজ সারাদিন সে হাটবে। হেটে হেঁটে এমন ক্রান্ত হবে যে বিছানায় শোয়ামাত্রঘুমিয়ে পড়বে। ঘুমুতে যাবার আগে হট শাওয়ার নেবে। এক গ্রাস আগুন গরম দুধখাবে। বিছানায় নতুন চাদর বিছিয়ে রাখবে। তার ঘুমের সমস্যা আছে। এক রাত ঘুষনা হলে পর পর কয়েক রাত ঘুম হয় না।বেশিক্ষণ হাটতে হল না। অল্প হেঁটেই লিলিয়ান ক্লান্ত হয়ে পড়ল। মলগুলিতেঘুরতে এখন আর ভাল লাগছে শা। ইচ্ছা করছে জ্যাপার্টমেন্টে ফিরে বিছানায় শুয়েপড়তে। এখন বিছানায় যাওয়াটা হবে বিপদজনক। খানিকক্ষণ ঘুম হবে, কিন্তুরাতটা কাটবে অঘুমো। লিলিয়ান স্যান্ডউইচ কিনল। পার্কে বসে একা একা খেল।একা একা খাওয়া খুব কষ্ঠের। খাবার সময় একজন কেউ পাশে থাকা দরকার। যেপ্রয়োজনে-অপ্রয়োজনে কথা বলবে। হাসবে। লিলিয়ানের এমন কেউ নেই।কোনদিন কি হবে? প্রিয় একজন কি থাকবে পাশে? কে হবে সেই মানুষটি? চার্চেরপাদ্রী মাথায় হলি ওয়াটার ছিটিয়ে, বুকে ক্রুশ স্পর্শ করে বলবেন __তোমাদের দু'জনকে আমি স্বামী-স্ত্রী হিসেবে ঘোষণা করলাম।মৃত্যু এসে তোমাদের বিচ্ছিন্ন ন৷ করা পর্যন্ত একজন থাকবে অন্যেরপাশে, সুখে দু$খে, আনন্দে বেদনায়। 7111 7591) ০ 9০৪. 0801.লিলিয়ানের চোখে পানি এসে যাচ্ছে। সে পার্কের অপরূপ দৃশ্যের দিকেতাকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল। মন শান্ত হচ্ছে না। সে একধরনেরহাহাকার বোধ করছে _ মনে হচ্ছে এই অপরূপ দৃশ্য একা দেখার নয়। দৃ'্জনেমিলে দেখার।লিলিয়ান আ্যাপার্টমেন্টে ফিরল সন্ধ্যা! মিলাবার পর। ক্লান্তিতে তার শরীর ভেঙেপড়ছে। মনে হচ্ছে এক সেকেণ্ডও সে জেগে থাকতে পারবে না। হট শাওয়ার নেয়া,গরম দুধ খাওয়া, বিছানার চাদর বদলান কিছুই তার পক্ষে সম্ভব নয়। সে দরজা বন্ধকরে বিছানায় শুয়ে পড়ল। সে প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। গাঢ় গভীর ঘুম। যেঘুমের সময় মানুষ মানুষ থাকে না, পাথরের মত হয়ে যায়। গভীর ঘুষের স্বপ্ৃগুলিঅন্যরকম হয়। স্বপ্ন আর স্বপ্নু থাকে না। বাস্তবের কাছাকাছি চলে যায়। হালকা১৪)