মূল রচনা থেকে অংশ:
মেয়ের হাত কী করে বুঝলে___ আঙটি পরা ছিল?হেদায়েত জবাব না দিয়ে অবাক হয়ে সেতুর হাতের দিকে তাকিয়েআছে। সেতুর হাতে হীরার আগুটি ঝলমল করছে। হেদায়েত জানে এইআওটি সে বাথরুমে খুঁজে পেয়ে তিন নম্বর ড্রয়ারে রাখে নি।সেতু বলল, কথা বলছ না কেন? আউটি পরা হাত দেখেছ?হ।হাতের আঙ্গুলগুলি কেমন ছিল? আমার আঙ্গুলের মতো জুন্দর? প্রশ্ন করেকরে জানতে হচ্ছে কেন? তুমি নাশতা শেষ করে হড়হড় করে সব বলবে ।আচ্ছা) ।আজ তোমার কলেজ নেই?আছে তো। সর্বনাশ!হেদায়েত নাশতার টেবিল ছেড়ে উঠে পড়ল । বারোটায় কোঅর্ডিনেটজেওমোট্রর একটা ক্লাস তার আছে । আজকের বিষয় 01716.বা. দি. দি. ক. ফুল- ২ ১৭