Basor

মূল রচনা থেকে অংশ:

সঙ্গে । চমৎকার সময় কাটত | একবার তারিন নিউমার্কেটে যাবার পথে দেখএকটা মহিষকে ঠেলাগাড়িতে করে নিয়ে যাচ্ছে। সে বাসায় ফিরল দারউত্তেজত হয়ে।যাচ্ছে৷ হসান হাই তুলে বলল, এটা অদ্তুত কিছু না। গরু-মহিষকে প্রায়ইঠেলাগাড়িতে করে নিয়ে যায় । এরা হাটতে পারে না বলে এই ব্যবস্থা । তুমি যদিদেখতে একটা বাঘকে ঠেলাগাড়িতে করে নিয়ে যাচ্ছে তাহলেও একটা কথা ছিলমহিষটা অসুস্থ না, খুবই সুস্থতারিন হাসতে-হাসতে বলল, আমি জানি কেন নিয়ে যাচ্ছে। তুমি যিকী পুরষ্কার আগে বলো।শা, আগে-ভাগে বলা যাবে না।তুমি যদি একটি বিশেষ পুরস্কার আমাকে দাও তাহলে চেষ্টারাজি আছি।কী অসভ্যতা করছ ? ছি!অসভ্যতা কী করলাম £ আমি একটি বিশেষ পুরঙ্কারের কথা বলছি । এরবেশি তো কিছু বলি নি।থাক তোমাকে কিছু বলতে হবে না৷রাগ করে উঠে চলে যায় তারিন । সেই রাগ ভাঙাতে আহ্সানকে যথেষ্ট কষ্টকরতে হয়। শেষ পর্যন্ত রাগ ভাঙে এবং আহসান অনুমান করতে চেষ্টা করেকেন মহিষটিকে ঠেলাগাড়িতে করে নিয়ে যাচ্ছে।[হিষটার একটা পা ছিল খোড়া।হলো শা।গাড়ির নিচে পড়ে জখম হয়েছে, হাটতে পারছে না তাই...হলো না।ফাজলামি করবে না, ঠিকমতো বলো ।ারছি না। তুমি বলে দাও ১৬