Bhoy

মূল রচনা থেকে অংশ:

চোখ, মাছের চোখ এবং মানুষের চোখ। মানুষের চোখের মডেল যে রাশেদুল করিমতা বলার অপেক্ষা রাখে না। না বললেও ছবির নীচের মন্তব্য থেকে বোঝা যাচ্ছেমন্তব্যগুলি বেশ দীর্ঘ। যেমন একটি মন্তব্য __আমি খুব মন দিয়ে আমার স্বামীর চোখ লক্ষ্য করছি। মানুষের চোখ একেক সময়একেক রকম থাকে। ভোরবেলার চোখ এবং দুপুরের চোখ এক নয়। আরো একটিবিষাদদ্রস্থ মানুষের চোখের আইরিশ থাকে অন্বচ্ছ। মানুষ যতই আনন্দিত হতে থাকেতার চোখের আইরিশ ততই স্বচ্ছ হতে থাকে। আমার এই অবজারভেশন কতটুকুগৃত্য তা বুঝতে পারছি না।মেয়েটি মাঝে মাঝে তার মনের অবস্থাও লিখেছে-অনেকটা ডায়েরী লেখারভঙ্গিতে। মনে হয় হাতের কাছে ডায়েরী না থাকায় স্কেচ বুকে লিখে রেখেছে। সবলেখাই পেনসিলে। প্রচুর কাটা কুটি আছে। কিছু লাইন রাবার ঘষে তুলেও ফেলাহয়েছে। ১৮৪৮আমি ভয়ে অস্থির হয়ে আছি। নিজেকে বুঝানোর চেষ্টা করছি _- এই ভয়অমুলক। বুঝাতে পারছি না। আমি আমার স্বামীকে ভয় পাচ্ছি এই তথ্য স্বভাবতইস্বামী বেচারার জন্য সুখকর না। সে নানান ভাবে আমাকে সান্তনা দেবার চেষ্টাকরছে। কিছু কিছু চেষ্টা বেশ হাস্যকর। আজ আমাকে বলল, জুডি আমি ঠিককরেছি-এখন থেকে রাতে ঘুমুব না। আমার অংকের সমস্যা নিয়ে ভাবব। লেখালেখিবরব। তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও। আমি দিনের বেলায় ঘুমুব। একজন মানুষের জন্যেচার ঘন্টা ঘুমই যথেষ্ট। নেপোলীয়ান মাত্র তিন ঘণ্টা ঘৃমুতেন।আমি এই গন্ভীর, স্বল্পভাষী লোকটিকে ভালবাসি। ভালবাসি, ভালবাসি,*"বাসি। আমি চাইনা, আমার কোন কারণে সে কষ্ট পাক। কিন্তু সে কষ্ট পাচ্ছে। খুবকষ্ট পাচ্ছে। হে ইশ্বর, তুমি আমার মন শান্ত কর। আমার ভয় দূর করে দাও ।২১.৪.৮২যে জিনিশ খুব সুন্দর তা কত দ্রুত অসুন্দর হতে পারে __ বিশ্মিত হয়ে আমিতাই দেখছি। রাশেদের ধারণা আমি অসুস্থ। সত্যি কি অসুস্থ? আমার মনে হয় না।কারণ এখনো ছবি আকতে পারছি। একজন অসুস্থ মানুষ ত্যার যাই পারুক-ছবি৮