Chokkhe Amar Trishna [2009]

মূল রচনা থেকে অংশ:

কলেজ পা: তরু উপন্যাস লেখা শুরু করেছে । শুরুটা আয়োজন করে করা ৷ টেবিল ল্যাম্পঅফ করে সে আঠারোটা মোমবাতি জ্বালিয়েছে। তার বয়স আঠারো, এইজন্যে আঠারোটা মোমবাতী | রেডিওবন্ড কাগজ আনিয়েছে। লিখেছেফাউনটেন পেন দিয়ে । সে লেখা শুরু করেছে রাত বারোটায় । আপাততউপন্যাসের নাম দিয়েছে নিশি উপন্যাস ।'তরুর লেখা উপন্যাসের প্রথম কয়েক পাতাআমি আঠারো বছরের রূপবতী তরুণীদের একজন । আমার নাম শামসুননাহার খানম । ডাকনাম তরু । ক্লাসে আমার বন্ধুরা আমাকে ডাকে শসা ।কেন শসা ডাকে আমি জানি না। কেন ডাকে জিজ্ঞেস করেছিলাম । কেউ বলেনা, শুধু হাসে। নিশ্চয়ই বাজে কোনো কারণ আছে। সবচেয়ে বেশি হাসেআয়েলিতা। হাহা হিহি হাহা । আয়েলিতার হাসি পুরুষদের মতো ।আয়েলিতার নিক নেম ছাগলের দাড়ি । শুনলে মনে হয় খারাপ কিছু না,আসলে ভয়ংকর ।আমি বাবার সঙ্গে থাকি । বিয়ে হয় নি এই জন্যে বাবার সঙ্গে থাকি ।আমার ধারণা বিয়ের পরও আমি বাবার সঙ্গেই থাকব । কারণ বাবা একা ।বাবার প্রথম স্ত্রী আমার বড় খালা । বিয়ের দু" বছরের মাথায় তিনি হার্টগ্যাটাকে মারা যান। তখন বাবা আমার মা'কে বিয়ে করেন ৷ আমার মা মারাযান আমার জন্মের এক বছরের মাথায়! আমার আর কোনো খালা ছিলেন নাবলে বাবা আর বিয়ে করতে পারেন নি । আমি নিশ্চিত আমার যদি আরেকজনখালা থাকতেন বাবা তাকেও বিয়ে করতেন এবং তিনিও মারা যেতেন । বাবাতার মৃত স্ত্রীদের অত্যন্ত পছন্দ করেন । আমার মা এবং খালা দু'জনেরই দুস্টাওয়েল পেইনটিৎ পাশাপাশি সাজানো । দু'জনের মৃত্যু দিনে বাড়িতেকোরানখানি হয়। মিলাদ পড়ানো হয়। বাবা মুখ শুকনা করে এ দুই দিনঘরেই থাকেন কোথাও যান না। শুধু তা-না তিনি সেদিন মাওলানার কাছেতওবা করেন । তওবা অনুষ্ঠানে চোখের পানি ফেলেন ।১