মূল রচনা থেকে অংশ:
আপনি কি কোনো মন্ত্রী 2না, আমি তারও উপরে £আপনি কি প্রধানমন্ত্রী ?আরে না, আমি তারও উপরে ।বলেন কী £ আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন না তো?তারও উপরে £বলেন কী £ আপনি কি আল্লাহ্ ?আরে না তারও উপরে।আল্লাহর উপরে তো কেড না।আমি সেই কেউ না।গল্প শুনে টুনটুনি খিলিখিল করে হাসছে । মাহতাব উদ্দিন বললেন, তোরহাতে পিধ্ধপিং বল না £ দেখি পিংপং বলের খেলাটা আরেকবার দেখা তো।টুনটুনি দেখাল । একটা বল দু'টা হয়ে যাচ্ছে। দুটা বল একটা হচ্ছে।তোর হাত তো খুব চালু হয়েছে । দেখে মনে হচ্ছে একেবারে প্রফেশনাল ।নতুন কী জাদু শিখলি ?টুনটুনি হঠাৎ গশ্ভতীর হয়ে গিয়ে বলল, বাবা আমরা দু'জনাই ভান করছি যেনএখানে কিছুই হয়নি । কোনো ঘটনা ঘটে নি। সব স্বাভাবিক । কিন্তু দু'জনইখলিলুল্লাহর ঘটনা দেখে ধাক্কার মতো খেয়েছি । এই বিষয়ে কিছু বলো ।চিন্তা করছি।চিন্তা করে কিছু পাচ্ছ না ?একটা জিনিস পাচ্ছি__এরকম কিছু ঘটতে পারে না। মানুষ স্থলচর প্রাণী ৷উভচর প্রাণী না। বেঁচে থাকার জন্যে মানুষকে প্রচুর অক্সিজেন নিতে হয়৷ এইঅক্সিজেন সে বাতাস থেকে নেয়। পানিতে যে সব প্রাণী বাস করে তাদেরওঅক্সিজেন লাগে । তারা সেই অক্সিজেন পানি থেকে নেয়। মানুষের পক্ষেকোনোভাবেই এক ঘণ্টা পানিতে বসে থাকা সন্ভব না।খলিলুল্লাহ কীভাবে থাকল £সে কোনো একটা কৌশল করেছে । সে কৌশল আমরা ধরতে পারছি না ।ডুবৃরিরা ঘণ্টার পর ঘণ্টা পানির নিচে থাকে ৷ তারাও কৌশল ব্যবহার করে ।অক্সিজেন মাক্ক পরে থাকে । খলিলুল্লাহ যে কৌশল ব্যবহার করেছে সেটাঅপ্রকাশ্য কৌশল । আমরা তা বুঝতে না পেরে হকচকিয়ে গেছি । কোনো কিন্তুদেখে হকচকিয়ে গেলেই যে জিনিসটা সত্যি তা কিন্তু না। আমরা যখন স্টেজেম্যাজিক-শো দেখতে যাই তখন কী দেখি ? তখন দেখি জাদুকর জুয়েল আইচদ্বিতীয় মানব২১৫
Recent Comments