মূল রচনা থেকে অংশ:
কোথায় আছি কী ব্যাপার একটু বলে নেই । সমুদ্ধে যখন জাহাজ চলে তখন সেইজাহাজের অবস্থান ক্ষণে ক্ষণে চারদিকে জানিয়ে দিতে হয়। আমি এখনঅনিশ্চয়তা নামক সমুত্রে ভাসমান ডিঙ্গি। তবে নিরানন্দের মধ্যেই যেমন থাকেআনন্দ, অনিশ্চয়তার মধ্যেও থাকে নিশ্চয়তা ।আমাকে জানালাবিহীন একটি ঘরে ঢুকিয়ে দেয়া হয়েছে৷ মনে হচ্ছেগুদামঘর ৷ এক কোনায় গাদা গাদা খালি কার্টুনের স্তূপ । কার্টুনের গায়ে লেখা__2১00 £01০. তার পাশে মগের ছবি ৷ অন্যপাশে টিনের বড় বড় কৌটা । রঙেরকৌটা হতে পারে । একটা পুরনো আমলের খাট দেখতে পাচ্ছি। খুলে রাখাহয়েছে।কার্টুনের স্তূপে হেলান দেয়ার মতো ভঙ্গি করে একজন হাটু মুড়ে বসেআছে। তার অবস্থা “গুরুচরণ'। হাত-পা সবই বাধা । কপাল ফেটেছে। রক্তচুইয়ে পড়ছিল । এখন রক্ত জমাট বেঁধে আছে। লোকটার মুখের কাছে একগাদামশা ভনভন করছে। মশাদের কাগ্ডকারখানা বুঝতে পারছি না। লোকটারকপাল, থুতনি এবং গায়ে চাপ চাপ রক্ত । মশারা ইচ্ছা করলেই সেখান থেকেরক্ত খেতে পারে । তা না করে মশারা তাকে কামড়াচ্ছে।লোকটা যেখানে বসে আছে সে জায়গাটা ভেজা । সেখান থেকে উতৎ্কট গন্ধাআসছে। আমি বললাম, ভাইসাব কি এখানে পেসাব করেছেন ?লোকটি অবাক হয়ে তাকাল । যেন এমন অদ্ভুত প্রশ্ন সে তার জীবনে শোনেনি! আমি বললাম, আমরা একসঙ্গে আছি, আসুন আলাপ পরিচয় হোক । আমারনাম হিমু । আপনার নাম কী ?লোকটা খড়খড়ে গলায় বলল, এরা আমাকে মেরে ফেলবে । আজ রাতেইমারবে ।আপনি তো এখনো আপনার নাম বললেন না ?ছাদেক।২৩
Recent Comments