Jol Jochna

মূল রচনা থেকে অংশ:

বার সীটের মাইক্রোবাস। খুব ঝ্ময়দার গাড়ি। স্কাই লাইট আমার ব্যবস্থা আছে।বসার সিটগুলি আলাদা আলাদা।-_ ধ্িভলভিং। যাত্রীরা মুখোমুখি বসতে পারেসামনে ছোট্ট টেবিল আছে। গাঁডির জানালায় রঙিন পর্দা। পর্দার কারণে গাড়িকেগাড়ি মনে হয় না। চলমান বাড়ি খলে মনে হয়। |এই গাড়ি গত বছর কেন হয়েছে। তেমন ব্যবহার হয়নি। এখনো নতুন গন্ধ রয়েগেছে। গাড়ি চালাচ্ছে ইসমাইল। সে অতি দ্রুত চালায়। আত্দ বড় সাহেব আছেন,তাকে খুব সাবধানে চালাতে হচ্ছে। বড় সাহেব সম্পর্কে তাদের ভেতর যে কথাপ্রচলিত, তা হচ্ছে _ বড় সাহেবকে দেখে মনে হয় তিনি কিছুই বোঝেন না, আসলেসবই বুঝেন। গাড়ি চালাতে গিয়ে সামান্য ভুল করলে তিনি কিছু বলবেন না।তাকাবেনও না। কিন্তু তাঁর ঠিকছ মনে থাকবে।ইসমাইল চেষ্টা করছে কোনরকম ঝাঁকুনি ছাড়া গাড়ি চালাতে। অনেক আগেথেকে স্পীড ব্রেকার লক্ষ্য করতে হচ্ছে। গীয়ার চেঞ্জ করতে হচ্ছে সাবধানে । নতুনগাড়ি -- গীয়ার শক্ত, মাঝে মাঝে ঝাকুনি দিচ্ছে। ইসমাইল অস্বস্তি বোধ করছে।মনহ্থুর সাহেব বললেন, ইসমাইল হিয়। !হসমাইলের হাত কেঁপে গেল। সে শাস্ত ভঙ্গিতে বলল, দি সযার।'তোমার ছেলে ইন্টারসিডিয়েট গরীক্ষা দিয়েছিল?”'্ধি স্যার।''রেজালট কি? :'পাশ করেছে স্যার।'“সেকেন্ড ডিভিশন।'আচ্ছা।ইসমাইল স্বাভাবিক হল। যদিও তার বিল্ময়বোধ দূর হল না। ছ'মাস আগেএকবার সে স্যারকে কথায় কথায় বলেছিল ছেলের কথা। স্যার ঠিকই মলেরেখেছেন। এরকম মালিকের সঙ্গে কাছ্দ করে আরাম আছে। ইসমাইল গাড়ির গতি১৪