মূল রচনা থেকে অংশ:
দেব ইনশাল্লাহ্। যে-ছেলের কারণে ঘটনা ঘটেছে তার নাম-ঠিকানা এনে দে। আমিতাকে রাজি করাব। প্রয়োজনে তার পায়ে ধরব।আমি বললাম, যে-ছেলে এই কাও ঘটিয়েছে সে তো খারাপ ছেলে। তুমি তার সঙ্গেইথেনের বিয়ে দেবে?হ্যা দেব। এতে ইথেনের সম্মান রক্ষা হবে। সম্মান অনেক বড় জিনিসরে মা। তুইছেলেটার নাম-ঠিকানা এনে দে। আর শোন মা, আজ রাতে আমি কিছু খাব না। উপোসদেব। সারা রাত উপোস নিয়ে আল্লাহ্পাকের নাম জিগির করব।বাবা মোমবাতি নিভিয়ে ঘর অন্ধকার করে দিলেন। আমি গেলাম ইথেনেরকাছে।ইথেন খুবই স্বাভাবিক। কিটক্যাট চকোলেটের একটা প্যাকেট তার হাতে । সেখাটে বসে পা দোলাচ্ছে। আমি ঘরে ঢুকতেই সে বলল, আজ রাতে 1780-তে ভালোমুভি আছে আপা, দেখবি? 5119709 96 016 [.21705.আমি বললাম, মুভি দেখব না। তোর সঙ্গে কথা আছে।মুতি দেখার ফাকে-ফাকে কথা বলব। যখন আ্যাড হবে তখন কথা বলব। আপাচকোলেট খাবিঃআমি বললাম, বাবা ছেলেটার নাম-ঠিকানা চাচ্ছে।কোন ছেলেটার?যে-ছেলেটার সঙ্গে কাণ্ড ঘটিয়েছিস।কী কাণ্ড ঘটিয়েছি?আমার সঙ্গে ফাজলামি করিস না। তৃই জানিস তুই কী ঘটিয়েছিস।ইথেন হেসে ফেলল। হাসতে-হাসতে সে বিছানায় গড়িয়ে পড়ে এমন অবস্থা ।আমি বললাম, হাসছিস কেন?ইথেন বলল, তোকে বোকা বানিয়ে খুব মজা পেয়েছি এই জন্য হাসছি। মনদিয়ে শোন, আমার কিছুই হয় নি। কারো সঙ্গে কিছু ঘটে নি। আমার ভয়ংকর কথাশুনে তুই কী করিস, বাবার কী রিআাকশান হয় এটা দেখার জন্যই আমি গল্পবানিয়েছি।গল্প বানিয়েছিস?ই। ভালো কথা, আমাদের হুজুর তোর কাছে সব শুনে কী করল, মাথা ঘুরে পড়েগেল?আমি দীর্ঘনিশ্বাস ফেললাম । ইথেন বলল, আপা এখন বল, ছবি দেখবি?হ্যা, দেখতে পারি।থ্যাংক য্যু। ভয়ের ছবি একা দেখে মজা নেই। ভয়ের ছবি সব সময় দুজন মিলেদেখতে হয়। হাসির ছবি দেখতে হয় চার-পাচ জন ঘিলে__তয়ের ছবি শুধু দুই জন।আমি বললাম, তুই যে মিথ্যামিথ্যি ভয় দেখিয়েছিস এটা বাবাকে বলে আসি?যা বলে আয়। আনন্দসংবাদ শুনে ট্যাবলেট হুজুর কী করে কে জানে।আমি বাবার ঘরে ঢুকলাম। মোমবাতি স্বালিয়ে বাবার পাশে বসলাম। দেখলামবাবার মুখ ছাইবর্ণ। কপালে ঘাম! তিনি সামান্য কাপছেন। তার ঠোট নড়ছে। নিশ্চয়ই১৩
Recent Comments