Maddhanya-2

মূল রচনা থেকে অংশ:

“ও কৃত্বা তু দুষ্কৃতৎ কর্ম জানতা বাপ্যজানতা ।মৃত্যুকালবশং প্রাপ্য নরৎ পঞ্চত্বমাগতম |ধর্মাধর্মসিমাযুক্তং লোভমোহসমাবৃতম ।দহেয়ং সরব্্বগাত্রানি দিব্যান লোকান ম গচ্ছাতি ।'“তিনি জ্ঞানত বা অজ্ঞানতাবশত অনেক দুকৃত কাজকরেছেন৷ মানুষের মৃত্যু প্রাপ্য, প্রকৃতির এই বিধানে তিনিমৃত্যুবরণ করেছেন। এই ব্যক্তির ধর্ম অধর্ম লোভ-মোহসমাবৃত হয়েই মৃত্যু হয়েছে। এখন হে অগ্নিদেব, আপনিতাকে দহন করে দেবলোকে শিয়ে যান ।মুখে আগুন দেয়ামাত্রই ঝড় শুরু হলো । বাতাস পেয়ে আগুন তেজি হলো ।নামল বৃষ্টি, সেই বৃষ্টিতেও আগুন নিভল না। লোকজন সবাই বিদায় নিয়েছে।পুরোহিত এবং মাওলানা ইদরিস বসে আছেন। আধা টিন কেরোসিন বেচেগেছে। এই কেরোসিন পুরোহিতের প্রাপ্য । মাওলানার সামনে এই টিন নিয়েযেতে তার লজ্জা লাগছে। বিধর্মী মানুষ । নিশ্চয়ই জানে না বেচে যাওয়াসবকিছুই পুরোহিতের প্রাপ্য ৷ সে হয়তো ভেবে বসবে লোভী পুরোহিত ।এককালের অতি প্রতাপশালী জমিদার শশাত্ক পালের মৃত্যু হলো ১২ই চৈত্র১৩৪৭ সনে।ইতরেজি ২৩ মার্ট ১৯৪০ সন। বিশেষ একটা দিন। ওই দিন শেরে বাংলাএ কে ফজলুল হক লাহোর প্রস্তাব ঘোষণা করেন । লাহোর প্রস্তাবে উত্তর-পশ্চিম এবং পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় দু'টি স্বাধীন রাষ্ট্র গঠনেরপ্রস্তাব ওঠে | লাহোর অধিবেশনে সভাপতিতৃ করেন মোহম্মদ আলী জিন্নাহ ।দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন পুরোদমে চলছে । জার্মান আর্মি গ্রুপ সি বেলজিয়ামেরফ্রান্সের গভীরে ঢুকে যায় । দুর্ভেদ্য মাজিনো লাইন কোনো কাজেই আসে না।লন্ডনে চলতে থাকে টানা বিমান আক্রমণ । বিটিশ সিংহ থমকে দাড়ায় ।কারণ বোমা পড়ছে বাকিংহাম প্রাসাদে । যেখানে বাস করেন রানি এলিজাবেথ ।রানিকে প্রাসাদ থেকে গোপন আবাসে সরিয়ে নেয়া হলো। কেউ জানে নাকোথায় রানি । হঠাৎ হঠাৎ গোপন আবাস থেকে বের হন৷ ইংরেজের প্রিয় খেলাশিয়াল শিকারে বের হন। ঘোড়ায় চড়ে শিয়াল তাড়া করেন । আনন্দময় এইখেলাতেও তার মনে বসে না। বড় অস্থির সময় কাটে ।২০