মূল রচনা থেকে অংশ:
দেবেন।ভাই, আপনি যান তো। আর শুনেন, একটা উপদেশ দেই। পুলিশের সঙ্গে এতমিথ্যা কথা বলবেন না। মিথ্যা বলবেন ভালো মানুষদের কাছে। যা বলবেন তারা তাইবিশ্বাস করবে । পুলিশ কোনোকিছুই বিশ্বাস করে না। খোঁজখবর করে।আপনি আমার সম্পর্কে খোঁজখবর করেছেন ?হ্যাঁ। সংবাদপত্রের অফিসগ্তলিতে খোঁজ নিয়েছি। জেনেছি, টুটুল চৌধুরী নামেরকোনো ফ্রি ল্যাস সাংবাদিক নেই।আপনি কি আমার মুচলেকা-ফুচলেকা এইসব কিছু নেবেন না?না। এখন দয়া করে বিদেয় হোন।আপনারা গাড়ি করে আমাকে নিয়ে এসেছিলেন। আমি কি আশা করতে পারি নাআবার গাড়ি করে নামিয়ে দিয়ে আসবেন ?কোথায় যাবেন ?ফার্মগেট ।চলুন, নামিয়ে দেব।আমি হাসিমুখে বললাম, আপনার এই ভদ্রতার কারণে কোনো একদিন হয়তোআমি আপনাকে মযুরাক্ষীর তীরে নিমন্ত্রণ করব।ওসি সাহেব বিস্মিত হয়ে বললেন, আপনি কী বললেন বুঝতে পারলাম না।এটা বাদ দিন। সবকিছু বুঝে ফেললে তো মুশকিল। ভালো কথা, আপনি ডেইলিক-প্যাকেট সিগারেট খান তাকি জানতে পারি?ওসি সাহেব বললেন, আপনি লোকটা তো ভালো ত্যাদড় আছেন । দুই থেকে আড়াইপ্যাকেট লাগে।১৯৪
Recent Comments