মূল রচনা থেকে অংশ:
ও আইচ্ছা । জানা ভাল । কাছের জিনিস জানা খারাপ না।বলতে বলতে আজিজ মিয়া ঘুমিয়ে পড়লেন । গাঢ় ঘুম । ঘুমের মধ্যে তারনাক ডাকতে লাগল ।পরেশ তার মাথার কাছে বসে এখনো চুল টেনে দিচ্ছে। সে ঘুমাতে যাচ্ছেনা। কারণ আজ রাত একটা অতি ভয়ংকর রাত। এই রাতে বিরাট ঝড় হবেসেটা ভয়ংকর কিছু না। ভয়ংকর ব্যাপার হল ঝড়ের ঠিক আগে আগে পরীবানুগায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দেবে।হইলদা বড়ি খাওয়ার কারণে পরেশ সবই জানে । এও জানে যে গায়েআগুন দেয়ার ঘটনাটা আটকানোর কোন উপায় নেই। উপায় থাকলে সেআটকাতো । হইলদা বড়ি তাকে শিখিয়েছে এই বিশ্ব ব্রহ্ষাপ্ডের জন্ম থেকে মৃত্যুপর্যন্ত যা ঘটার সব ঘটে আছে। এর কোন কিছুরই কোন পরিবর্তন করা যাবেনা। মানুষের কাজ শুধুই দেখে যাওয়া ।
Recent Comments