মূল রচনা থেকে অংশ:
আড়ালে ঘাপটি মেরে বসে থাকা? চাকরি ছেড়ে চলে গেলে কেমন হয়? যীরাকেহবে না। তুমি চলে ধাও | আমার ম্যানেজারের কাছ থেকে তিনদিনের বেতন নিয়েযাও। আমি বেতন নেইনি।মীরা খুবই মন খারাপ করবে তারপরেও কিছুই হয়নি এমন ভাব করে বলবে,তিনদিনের বেতন না নিয়ে ভালো করেছ। তুমি কি ফকির নাকি?সে বলবে, এখন চলবে কীভাবে?মীরা বলবে, এত দুশ্চিন্তা করবে না। একটা কিছু ব্যবস্থা হবেই । তুমি তোমরুভূমিতে ব্সে নেই। তোমার টিউশনি আছে। কোচিং সেন্টারের পার্ট টাইমচাঁকরিটাও তো আছে।দিনে আনি দিনে খাই চলতেই থাকবে?চলুক । তুমি মুখ কালো করে থাকবে না । তোমার কালো মুখ দেখলে আমারখারাপ লাগে ! চা বানিয়ে দিচ্ছি । চা খাও । তারপর চলো নিশোকে নিয়ে কোথাওবেড়াতে যাই।কোথায় বেড়াবে? রিকশা ভাড়া লাগবে না!রাস্তায় হাটব। ব্লাস্তায় হাটতে তো আর টাকা লাগবে না।চলো হাঁটি।চুপচাঁপ এক জায়গায় বসে থাকার সুবিধা হচ্ছে, মনে মূনে অনেক গল্প তৈরিকরা যায়। গল্পকে নানা দিকে নিয়ে যাওয়া যায়। শফিকুল করিম এখন রাস্তায়হাঁটার দৃশ্য কল্পনা করছে। নিশো মাঝখানে, তার দুই হাত বাবা-মাকে ধরেরাখতে হচ্ছে । বাবা-মা দু'জনই ধেন তার ভালোবাসা সমানভাবে পায় এই বিষয়েসে খুব হুঁশিয়ার । রিকশায় করে গেলে সে কিছুক্ষণ বসে মার কোলে । কিছুক্ষণবাবার কোলে! ভালোবাসা ভাগভাগির ব্যাপারে তার হিসাব পরিষ্কার ।কে একজন দূর থেকে তাকে দেখছে। সাদা প্যান্ট সাদা শার্ট । মাথায় সাদাক্যাপ। বাবুর্চি নাকি? ইংরেজি কায়দায় “শেফ'। শেফের পোশাক না পরে বাধতেপারে না এমুন কেউ? তার এপ্রনের পকেটে কি খার্মোমিটার আছে? ডেগচিতেথার্মোমিটার দিয়ে টেম্পারেচার দেখে নিল 1 খাতায় নোট রাখল-__ বড় সাহেবেরজন্যে ইলিশ মাছের ঝোল রান্না করা হয়েছে এই তাপমাত্রায় । বাবুর্টির সঙ্গে কথাবলা দরকার । তার সঙ্গেই ডাল রীধতে হবে । রান্না কি এই ফাকে সেরে নেবে?0
Recent Comments