Shunya

মূল রচনা থেকে অংশ:

'এরকম আরো রাশিমালা আছে, যেমন__শুধু মৌলিক সংখ্যার রাশিমালা-_'১, ৩, ৫, ৭, ৯, ১১... ফিবোনাছি রাশিমালা হল__১, ১, ২, ৩, ৫, ৮, ১৩,২১, ৩৪, (৫১ চাপ,'না, বেড়াছেড়া না। এই রাশিখালার বেশিষ্ট্য হচ্ছে__বাশিমালার প্রতিটিখ্যা হল আগের দু'টি সংখ্যার যোগফল । যেমন ধর, এই রাশিমালার চতুর্থসংখ্যা হল পাচ । পাচ হল ২য় এবং ৩য় সংখ্যার যোগফল । বড়ই রহস্যময়রাশিষালা ।'“আমি তো স্যার কোনোই রহস্য দেখতে পাচ্ছি না।'“তুমি তো অঙ্ক নিয়ে চ্ঠা কর না, তাই এই রাশিমালার রহস্য ধরতে পারছনা। এই রাশিমালার ১১ নম্বর সংখ্যা হল ৮৯। রাশিমালার প্রথম সংখ্যা এককেযদি তুমি ৮৯ দিয়ে ভাগ দাও তাহলে আবার এই রাশিমালা দিয়ে আসে ।* $২ -০৯১২৩৫৮১৩২৯০বদরুল চোখ বড় বড় করে তাকাল । কিছু না বুঝেই চোখ বড় করল ।পাগলা ধরনের লোক আগ্রহ নিয়ে একটা কথা বলছে_ সেই সব কথা বিস্মিতহয়ে না শুনলে ভালো দেখায় না। এই কারণেই বিন্মিত হওয়া ।সিরিজের খুব প্রয়োগ দেখা বায়। সূর্যমুখী ফুলের পাপড়ির বিন্যাস এই রাশিমালাঅনুসারে হয় । শামুকের যে স্পাইরেল তাও এই রাশিমালা অনুসারে হয় । সমুদ্রেএক ধরনের লাল কাকড়া থাকে ৷ সেই কাকড়া যে সব নকশা বালিতে তৈরিকরে তার মধ্যে থাকে ফিবোনাক্কি রাশিমালা..."বলেন কি ?"শীতের সময় সাগর পাড়ি দিয়ে অতিথি পাখিরা যে আসে, ওরা বাক বেঁধেউড়ে । ঝাকে পাখির সংখ্যা ফিবোনাঞ্কি রাশিমালায় যে সব সংখ্যা আছে তারবাইরে কখনো হয় না। যেমন ধর, একটা ঝাকে ২১ টা পাখি থাকতে পারে,কিন্তু কখনো ২২ বা ২৩টা পাখি থাকবে না। কারণ ২২ বা ২৩ ফিবোনান্ধিরাশিমালার নেই । ২১ আছে । আজ উঠি বদরুল £'জব আচ্ছা, স্যার ৷ আপনার কাছ থেকে জ্ঞানের কথা শুনে মনটা বড় ভালোহয়েছে ।'তুমি তো মনে হয় কিছু বুঝতে পারনি ।'৭৫