মূল রচনা থেকে অংশ:
ক্রিস বলল, “আচ্ছা, ওরাও কি পাপ করে আমাদের মতো৷?'আমি জানব কি করে?'তোমার তো জানার কথা। এক সময় পাদ্রী হওয়ার জন্যে তুমি চার্চেঘোরাফেরা শুরু করেছিলে ।পক্রস, আমাকে আরেক গ্রাস দাও।''না, আর না। কফি খাও বর€।,উহ, কফি নয়। কফি আমি খাই না।'ক্রিস এবার গ্রাসে জিন ঢালল। তারপর নরম গলায় বলল, “জানো, মাঝেমাঝে আমার ইচ্ছ৷ হয় ওদের আমার এখানে চ| খেতে বলি।,'কাদের?“পাদ্রীদের।”বাক এবার খুব বিচ্ছিরি একটা খিস্তি করল বার্ক। ক্রিস দেখল, বারের চোখ-মুখ ধীরে-ধীরে লাল হয়ে উঠছে। বোঝা গেল এখনই সে প্রচণ্ড রাগে ফেটেপড়বে। ক্রিস প্রসঙ্গ পরিবর্তন করল খুব তাড়াতাড়ি। ছবি পরিচালনার যে অফারও পেয়েছে সে কথা তৃলল, “বার্ক, আমি পারব কি না কে জানে?”'ঘদি আমার মত একটা গাধা মার্কা লোক ছবি পরিচালনা করতে পারে তবেদুনিয়ার যে কেউ পারবে ।“কিন্তু বার্ক, ছবি পরিচালনার তো আমি কিছু জানি না।''জানার কোন দরকারও নেহ। তুমি একজন ভাল ক্যামেরাম্যান, একজনভাল এডিটর, আর কয়েকজন ভাল স্ক্রিপ্ট রাইটার নাও। দেখবে তারাই তোমাকেপার করে নেবে। তোমাকে একটা জিনিস শুধু করতে হবে। অভিনেতা-অভিনেত্রীদের খুব সাবধানে বেছে নিতে হবে।,মাতাল হোক আর দুশ্চরিত্রই হোক, বার্ক ডেনিংস যে সেরা চিত্রপরিচালকদের একজন তা ক্রিস ভাল করেই জঞানে। মন দিয়ে তাই ক্রিস তারকথাগুলো শুনছে।টেকনিক্যাল স্টাফদের নানা খুঁটিনাটি বোঝাতে শুরু করল বার্ক। ক্রিস লক্ষ্যকরল, বাকের চোখ থেকে সেই রাগী ভাবটা দূর হয়ে যাচ্ছে। ভাগ্যিস সময়মত“ম্যাডাম, আপনাদের কিছু লাগবে।"ঘাড় ফিরিয়ে বার্ক দেখে, দরজার কাছে গম্ভীর মুখে কাল দাড়িয়ে আছে।বাক নতুন এক খেলা শুরু করল। কার্লকে দেখলেই এই খেলা খেলতে ইচ্ছেকরে। “ও, তোমার নামটা যেন কি? খর্নভাইক নাকি হেনরিখ? কিছুতেই আমারমনে থাকে না।'আমার নাম কাল।'১৩
Recent Comments