মূল রচনা থেকে অংশ:
যান, চলে যান।খায়রুল মিয়া উঠে গেল । হাসান ঘড়ির দিকে তাকাল-_ সাড়ে ন'টা বাজে ।গুরুতৃপূর্ণ সিদ্ধান্ত এই মুহূর্তে নিয়ে নিতে হবে। হাতে সময় নেই।সিদ্ধান্ত এক.ইলিশ মাছ কেনার জন্যে নিউ মার্কেটে যাওয়া যাবে না।ইলিশ মাছ কিনতে গেলে যথাসময়ে চাকরির ইন্টারভিউতেহাজির হওয়া যাবে না।সিদ্ধান্ত দুই.দিতে হবে খায়রুল মিয়াকে । এই লোকটি নিখুতভাবেদায়িত্ব পালন করবে ।যেহেতু মাছ কিনতে যাওয়া হচ্ছে না, হাতে সময়আছে__ এই সময়টা আনন্দে কাটানোর ব্যবস্থা করতে হবে।টেলিফোনে নোরার সঙ্গে কথা বলা যায় ৷ তার একটা বিপদযেতে হবে। ইন্টারভিউ দেয়া হবে না। তখন মনে হবেকীসের ইন্টারভিউ, কীসের কী?মুহিব ভুরু কুঁচকে আছে। সে যে গভীর চিন্তায় ডুবে আছে এটা তারলক্ষণ। তার বুকে ধুকধুক শব্দ হচ্ছে। ধুকধুক শব্দ নিশ্চয়ই সারাক্ষণ তার বুকেহচ্ছে। কিন্তু সে শুনতে পায় শুধু যখন তার ভুরু কুঁচকে থাকে । ব্যাপারটা কিশুধু তার একার ক্ষেত্রে ঘটে, না সবার ক্ষেত্রে ঘটে ? দি আল মদিনা রেস্টুরেন্টেরমালিক খায়রুল মিয়ার বুকও কি গভীর চিন্তার সময় ধুকধুক করে ?খায়রুল মিয়া তার পাশে রাখা চিলমচিতে পানের পিক ফেলতে ফেলতে বলল,ডিমওয়ালা ইলিশ কিনবেন কী জন্যে ? ডিমওয়ালা ইলিশে স্বাদ হবে না।বিক্রি হয়। সেখান থেকে ডিম কিনে আনি আর আলাদা একটা ডিমছাড়া ইলিশকিনি। ডিম আলাদা । মাছ আলাদা ।এটি
Recent Comments