মূল রচনা থেকে অংশ:
“আছে কি-না জানি না। নিউ মার্কেটে এসে তো কখনো কফি খাইনি। চায়েরদোকান আছে।''চা-তেও চলবে। চল্ চা খওয়া যাক।,চায়ের দোকানে জামান লঙ্জিত ও সংকুচিত ভঙ্গিতে বসে আছে। বড় অস্বস্তিরমধ্যে পড়া গেল। আলম পাগলা টাইপের সব সথয়ই ছিল। এখন কি তার পাগলামিআরো বেড়েছে? সামান্য দাওয়াত খেতে যাবার সময় এত কিছু কেউ কেন? এটা কিবাড়াবাড়ি না?'জামান1,'তোর মুখ দেখে মনে হচ্ছে তোর উপর দিয়ে একটা রোলার চলে গেছে। কিছুক্ষণআগেও তো বেশ হাসিখুশি ছিলি। এখন হয়েছে কি?কিছু না।“কিছু না হলে পুরানো বন্ধুর সঙ্গে হাসিমুখে চা খা। তোকে দেখে মনে হচ্ছে এককাপ ইদুর-মারা বিষ সামনে নিয়ে বসে আছিস। চাটা ভাল হয়েছে। চুমুক দে।জামান যন্ত্রের মতো চায়ে চুমুক দিল। আলম ঝুকে এসে বলল, শোন রে ব্যাটা,তোর এত অস্বস্তি বোধ করার কিছুই নেই। আমি হত-দরিদ্র ছিলাম, এখন ভালটাকাপয়সা হয়েছে। কি পরিমাণ হয়েছে শুনলে তুই ভড়কে যাবি। সামান্য খরচ করি।আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবদের জন্য যে খরচ করব সেই উপায়ও তো নেই! নোআত্মীয়স্বজন, নো বন্ধুবান্ধব তা ছাড়া এইসব উপহার-টুপহার কেনার পেছনে আমারউদ্দেশ্যও আছে। আমি এখন একজন ব্যবসায়ী মানুষ। ব্যবসায়ীরা বিনা উদ্দেশ্যে কিছুকরে না।'উদ্দেশ্যটটা কি?'এটা হল আমার এক ধরনের ইনভেস্টমেন্ট আমি ইনভেস্ট করছি।“কিসের ইনভেস্টমেন্ট ?”'আমি বিয়ে করব। আমাকে একটা মেয়ে খুজে দিতে হবে। কে খুঁজবে? তোরবৌকেই খুঁজতে হবে। তাকে খুশি না করলে এই কাজটা সে আগ্রহ নিয়ে করবে না।এটা হল আমার প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হল, একা থেকে থেকে আমার জীবনঅসহ্য হয়েছে। একটা ফ্যামিলীর সঙ্গে থাকা যে কি জিনিস আমি ভূলেই গেছি। তোরবৌ যদি বলে ফেলে, আপনি হোটেলে পড়ে আছেন কেন? অল্প ঝরদন থাকবেন।আমাদের সঙ্গে থাকুন। তখন পোটলা-পুটলি নিয়ে উঠে আসব। তোর কি ধারণা? এরক বলার সম্ভাবনা আছে ?,শা।'“আলম অবাক হয়ে বলল, না কেন? সে কি বন্ধুবান্ধব পছন্দ করে না?'খুবই পছন্দ করে। তোকে সে রাখবে কোথায়? থাকার জন্যে একটা ভালো২১