Golok Rohosso – Tipu Kibriya

মূল রচনা থেকে অংশ:

সবার মনে হয়েছে, মেয়েটা এখানে একেবারে নুন নয় । আগে ওএসেছে। ঠিক ওদের ধারণারই প্রতিফলন ঘটল যখন টিপাজানাল, এক সময় এই লেকের কাছেই থাকত ওরা ।লেকটা অদ্ভুত । স্বচ্ছ, টলটলে পানি, অথচ মাছ বা সার কোনজীবন্ত প্রাণী নেই ওটায়। অনেক খুঁজেও তেমন কিছু দেখাতেপায়নি ওরা । ব্যাঙ, শামুক বা এমনকি একটা ক্ষুদ্রাতিক্ষুদ্র পোকা,তা-ও না।ওদের ধারণা, এর পিছনে হয়তো কোন রহস্য আছে , অনাপানিতে কোন উপাদানের অভাব আছে যে জন্য জ্যান্ত কোন প্রাণীথাকতে পারে না। বাচে না।সেদিন বিকেলে দল বেঁধে হাটতে হাটতে লেকের দিকে চললওরা । জ্যোতিরা সাতজন, টিরা এবং আরও কিছু স্থানায়ছেলেমেয়ে । দূর থেকে লেকের টলটলে পানি চোখে পড়াতেবেশিরভাগ ছেলেমেয়ে হই-হই করে ছুটে গেল সেদিকে ।খানিকটা পিছিয়ে পড়ল ।কত বছর আগে এখানে থাকতে তোমরা? প্রশটাশ্াগ করল টিরা | ছিলাম ৷ আগে ।'“কত আগে? তিয়ানা প্রশ্ন করল ।“আমি তখন অনেক ছোট ছিলাম ।'সে আর কত আগেই বা হবে" উর্মি বলল । 'এই জাহাগাদেখাল তো মনেই হয় না এখানে কখনও বসতি ছিল ।”গোলক রহস্য১