মূল রচনা থেকে অংশ:
একধরনের কৃতজ্ঞতাও বোধ করলাম । ভাগ্যিস তারা “ক্লাব?প্রজাতির ছিলেন।পাখি উড়ে চলে গেলে পাখির পালক পড়ে থাকে সাহেব্রাচলে গেছেন ফেলে রেখে গেছেন তাদের ছায়া । আমরা ক্লাবেরমেম্বার'রা সেই ছায়া গায়ে মেখে ক্লাবে ঢুকি। আড্ডা দেই ।নিজেদের কেমন যেন ব্রিটিশ ব্রিটিশ লাগে । জমার মতো ভেতোবাঙালের জন্যে এও তো কম প্রাপ্তি নাআসুন এখন হিমুর বাবার পোশাক নিয়ে পুরনো নিয়মে প্রসেস অফএলিমিনেশনের ভেতর দিয়ে যাই ।'তিনি কি ছেলের মত হলুদ পাঞ্জাবী পরবেন ?"না।তিন কির পিস স্যুট টাই পরবেন?
Recent Comments