Hotel Graver Inn

মূল রচনা থেকে অংশ:

£ হ্যা! । এখানে খাবার ভালো, দামেও সন্তা!£ তোমাকে ধন্যবাদ!£ ধন্যবাদের প্রয়োজন নেই। বিয়ে করেছো?ঠহ্যা।£ বউয়ের ছবি আছে?£ আছে।£ দেখাও ।আমি ছবি বের করে দেখালাম। জর্জ ওয়াশিংটন নান ভঙ্গিতে ছবি দেখেবলল__অপূর্ব সুন্দরী। তুমি অতি ভাগ্যবান।আমেরিকানদের অনেক কুৎসিত অভ্যাসের পাশে-পাশে অনেক সুন্দরঅভ্যাসও আছে? যার একটি হচ্ছে, ছবি দেখে ঘুগ্ক হবার ভান করা। আমি লক্ষ্যকরেছি, অতিসামান্য পরিচয়েও এর! বলে-ফ্যামিলি ছবি সঙ্গে আছে? দেখিকেমন?ছবিতে দি তারকা রাক্ষঙ্গীর যতো কোনো দাত বের রুরা মহিলাও থাকে, এর. বলবে, অপূর্ব : তুমি ভাগ্যবান পুরুষ, লাকি ডগ।এরা মানিব্যাগে ক্রেডিট কার্ডের পাশে নিজের স্ত্রী এবং ছেলেমেয়েদের ছবিরাখে। এর কোন ব্যতিক্রম পাওয়া যাবে না বলেই আমার ধারণা । অবশ্যি স্ত্রীবদলাবার সঙ্গে সঙ্গে ছবিও বদলায়। নতুন স্ত্রীকে দিনের মধ্যে একশবার মধুরকণ্ঠে হানি ডাকে! সেই হানি এক সময় হেমলক হয়ে যায়, তখন খোজ পড়ে নতুনকোনো হানির! সনিব্যাগে আবার ছবি বদল হয়। .জর্জ ওয়াশিত্ন চলে গেলো! আমি সন্ধ্যা পর্যন্ত একাঁএকা নিজের ঘরে বসেরইলাম্‌। কিছুই ভালো লাগে না। ঘরে চিঠি লেখার কাগজপত্র আছে। চিঠি লিখতেইচ্ছে করলো না] সঙ্গে একটিমাত্র বাংলা বই--রবীন্রনাথের গল্পগুচ্ছ।ভেবেছিলাম একাকীত্বের জীবন গল্পগুলো পড়তে ভালো লাগবে। আমার প্রিয়গল্পের একটি পড়তে চেষ্টা করলাম_. , - সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়াছি এবং বউ বউ খেলিয়াছি।তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ব করিতেন এবং আমাদেরদুইজনকে একত্র করিয়া আপনা আপনি বলাবলি করিতেন, আহা দুটিতে বেশ৯৫