Jokhon Namibe Adhar

মূল রচনা থেকে অংশ:

কারণ এইটাই । এই পরিস্থিতিতে কী করা যায়, তিনি তা জানতে এসেছেন ।মিসির আলির বিচার-বুদ্ধির ওপর তার আস্থা আছে।মিসির আলি সাহেব ।জি।ব্যবস্থা করে দেন।কী ব্যবস্থা করব ?আমি আমার এই দুই বদপুত্রকে শায়েস্তা করব । এই দুইজনকে ন্যাংটা করেবাড়ির সামনে যে সাইনবোর্ড আছে, সেই সাইনবোর্ডের খুঁটির সঙ্গে বেধে রাখব।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এই অবস্থায় থাকবে । এটা আমার ফাইনালডিসিশান |মিসির আলি বললেন, চা খান। একটু চা দিতে বলি?আজিজ মল্লিক বললেন, এই দুই বদকে শিক্ষা না দিয়ে আমি কিছু খাব নাবলে সিদ্ধান্ত নিয়েছি। এখনো নাশতা খাই নাই । এরা কত বড় বদ চিন্তা করেন__বাপের টাকা চুরি করে ? কোনো আয় নাই, রোজগার নাই, দুইজনে গায়ে বাতাসলাগিয়ে ঘুরে । বউ-বালবাচ্চা নিয়ে বাপের ঘরে খায়, আবার বাপের টাকা চুরিকরে।আপনি কি নিশ্চিত যে, এরাই টাকা চুরি করেছে ?অবশ্যই । কাগজ কলম আনেন লিখে দেই ।চুরিটা কে করেছে? বড়জন, না ছোটজন ?দুই ভাই একসঙ্গে মিলে করেছে। এরা যা করে একসঙ্গে করে । এখন শাস্তিওএকসঙ্গে হবে । থাক ন্যাংটা হয়ে ।মিসির আলি বিনীতভাবে বললেন, ভাই সাহেব, এক কাপ চা আমার সঙ্গেখান। জসু খুব ভালো রং চা বানায় ।আপনাকে তো একবার বললাম, দুই কুসন্তানকে শাস্তি না দিয়ে আমি কিছুখাব না। এক জিনিস বারবার কেন প্যাচাচ্ছেন ?সরি।ইংরেজি এক কথা সবাই শিখেছে_-“সরি'। সরি দিয়ে কী হয় ? সরি বলেকিছু নাই । পাপ করবে পানিশমেন্ট হবে ৷ সরি আবার কী ?মন্রিক সাহেব পুত্রদের সন্ধানে বের হয়ে গেলেন। তাদের কাউকে পাওয়াগেল না। এরা সকালবেলাই বাড়ি ছেড়ে পালিয়েছে! দোতলা থেকে মেয়েদের১৪