মূল রচনা থেকে অংশ:
না। রুবা অসম্ভব ভীতু। সে ইলার বাঁ হাত শক্ত করে চেপে ধরে বলল _ এখন কিহবে আপা? এখন কি হবে? ইলা পিকশাওয়ালাকে বলল, আপনি আমাদের সঙ্গেযাত্রাবাড়ি চলুন। আপনাকে চবিবশ টাকা দেব। রিকশাওয়ালা খু করে থুথু ফেলেবলল, যাত্রাবাড়ি যামু ক্যান? আমার কি ঠেকা?'আপনার কোন ঠেকা না, আমাদের ঠেকা। প্লীজ চলুন।ইলার আবেদনে কোন লাভ হল না বরং রিকশাওয়ালাটা আরো প্রশ্রয় পেয়েগেল সে আরো কিছু রিকশাওয়ালা জুটিয়ে ফেলল এবং সরল সরল মুখ করে মিথ্যাকথা বলা শুরু করল __ এই মাইয়া দূহটা আমারে ভাড়া দেয় না। আবার উল্টাগালি দিতাছে। আমারে বলে তুই ছোড়লোকের বাচ্চা ।কুবা কাঁদো কাঁদো গলায় বলল, আপা ব্যাগে তোষার যে কলমটা আছে একলমটা একে দিয়ে দাও। কলধ নিয়ে চলে যাক।'কলম দিয়া আমি করমু কি? কলম ধুইয়া খামু? কলম খাইলে ফেড ভরবজার নিক তথ্য মাধবরেনী এক তধেলাক এসে গর 'লার বললেন -. কর ভদ্রলোক একটা বিশ টাকায় নেট বাড়িয়ে ধললেন, এটা রাখ। সঙ্গে কলমআছে? আমার গ্িকানা লিখে রাখ। এক সময় ফেরত দিয়ে যেন্ু।তাদের চারপাশের ভিড় তবুও কমে না। যেন নাটকের শেষ দৃশ্যটি এখনো বাকিআছে। এর! শেষটা না দেখে যাবে লা। ইলা ঠিকানা লিখছে __ ভদ্রলোক বলছেন _-লেখ বি. করিম। এগার বাই এফ, কলতাবাজারভিড়ের মধ্যে একজন বলল, টাকা ফেরত দিতে হবে না । টাকার বদলে অন্যকিছু দিলে আরে! ভাল হয়।একসঙ্গে সবাই হেসে উঠল। রুবার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তেলাগল। একজন সঙ্গে সঙ্গে বলল, “আবার দেহি কান্দে,আবারো সবাই হেসে উঠল। সময় সময় কোন কারণ ছাড়াই মানুষ খুব নির্হয়। মধ্যবয়স্ক এ ভদ্রলোক চলে গেলেন না। ভিড় থেকে তাদের বের করেআমলেন। কষা দিকে তাকিয়ে খললেন _ লাম কি?'রুবাঁ। দিলরুবা খানম ।''শোন দিলরুবা খানম __ কীদছ কেন? কাদার মত ঘটনা কি ঘটল? টাকা-পয়সা সঙ্গে না নিয়ে বাড়ি থেকে বের হও কেন? যাও, বাড়ি যাও ।ভদ্রলোক লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেলেন। একবার পেছনে ফিরে টড
Recent Comments