Jontro

মূল রচনা থেকে অংশ:

সব পাতা নড়ছে তার থেকে এক ধরনের গন্ধ আসছে । আবার স্থির পাতা থেকেঅন্য ধরনের গন্ধ । কী বিচিত্র, কী বিচিত্র চারপাশের জগত । কোন্‌ স্তরেই নাপৌছে গেছে অনুভূতির তীব্রতা !তার শরীর থরথর করে কীপছে। তৃষ্ঠায় বুক ফেটে যাচ্ছে_অথচ কীআনন্দই না তিনি রক্তের ভেতর অনুভব করছেন । তিনি জলের সন্ধানে এগুচ্ছেনঅথচ তার সমস্ত ইন্দ্রিয় তার শাবকদের দিকে ।তারও অনেক পরের কথা।ডেথ হরমোন রক্তের ভেতরই ভেঙে ফেলার অতি সহজ পদ্ধতি বেরহয়েছে। মানুষ জরা রোধ করেছে। মানুষকে এখন অমর বলা যেতে পারে।বার্ধক্যজনিত কারণে তার আর মৃত্যু হবে না। জীবাণু এবং ভাইরাসঘটিত কোনঅসুখও পৃথিবীতে নেই। মানুষকে এখন কি তাহলে অমর বলা যাবে ? হয়তবা।অমর মানুষরা এখন দিনরাত ঘরেই বসে থাকে । তাদের কাজ করারপ্রয়োজন নেই। কাজের জন্যে আছে রোবট শ্রেণী । চিন্তা-ভাবনারও কিছু নেই।অমরত্বের বেশি আর কিছু তো মানুষের চাইবারও নেই । এখনকার মানুষ দিনেরপর দিন একই জায়গায় একই ভঙ্গিতে বসে থাকে । পি থার্টি টু যন্ত্র লাগিয়েপশুদের জীবনের অংশবিশেষ যাপন করতে তাদের বড় ভাল লাগে । এই তাদেরএকমাত্র আনন্দ।