Kukur

মূল রচনা থেকে অংশ:

'আপনি ছাড়া অন্যরাও কি এই ঝুঁঝুণ৪নাট। দেখে?'না, আর কেউ দেখতে পায় না। শুধু আম দেখতে পাই । দেখুন ভাই,আমি বিজ্ঞানের ছাত্র না। আমার বিষয় ইতিহাস। ৩খু আবৈজ্ঞানিক কোনোকিছুই আমি আমার জীবনে গ্রহণ করি নি। ভূত-প্রেত, খাড় ফুক, পীর ফকিরকিছুই না। অথচ সেই আমাকেই কিনা সারাজীবন একট। অতিপ্রাকৃত বিষয়হজম করে যেতে হচ্ছে ।'আমি বললাম, আবার কখনো এরকম কিছু হলে আপনি দয়া করেআমাকে খবর দেবেন । তিনি জবাব দিলেন না ।আমি বিদায় নিয়ে চলে এলাম । তার পাচ মাস পর রাত দুটোয় টেলিফোনবেজে উঠল। আলিমুজ্জামান সাহেব টেলিফোন করেছেন। তিনি কাপা-কাপাগলায় বললেন, 'ওরা এসেছে। আপনি কি আসবেন?শ্রাবণ মাসের রাত। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। বাড়ির বাইরে পা দিলেই একহাটু পানি। এমন দুর্যোগের রাতে কোথাও যাবার প্রশ্নই ওঠে লা। আমি