মূল রচনা থেকে অংশ:
হয়েছে । মেয়েটাকে ষখ করা হয়েছে । আগেকার মানুষের বিশ্বাস ছিল যখ ধনরতুপাহারা দেয়। মিস্ত্রি দিয়ে সিন্দুক খোলা দরকার কিন্তু সেটা ঠিক হবে না।ঠিক হবে না কেন?চারদিকে জানাজানি হবে! সিন্দুক খুলতে হবে গোপনে ।মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমি যখন ক্লাস এইটে পড়িতখন সিন্দুকের চাবির সন্ধান পাই ।কীভাবে পান?নিজেই চিন্তা করে বের করি চাবিটা কোথায় থাকতে পারে । চাবি সেখানেইপাওয়া যায় । লজিকেল ডিডাকশান কীভাবে করলাম আপনাকে বলি!চাবি দুস্টা বাবার কোমরের ঘ্ুনশিতে বাধা থাকত । কাজেই চাবি পড়েযাওয়ার প্রশ্বই ওঠে নাবাবার কথামতো খারাপ জিনিস তার কাছ, থেকে চাবি ছিনিয়ে নিয়েছে এওমাটি খুঁড়ে কোথাও লূকাবেন না'। মাটি খৌঁড়ার সামর্থ ভীর ছিল না। আরখোঁড়াখুড়ি করলেই লোকজনের দৃষ্টি আকর্ষণ করবেন।কাজেই তার চাবি লুকানোর একমাত্র জায়গা- ইদারা । বাড়ির পেছনেইইদারা ৷ বাবা অধশাই হদারার পানিতে চাবি ফেলে দিয়েছেন। আমাদের বাড়িরইদারার চারপাশ বাধানো ছিল । অসুস্থ অবস্থায় বাবা ইদারায় হেলান দিয়ে অনেকসময় কাটাতেন।ইদারা থেকে চাবি উদ্ধারের কাজ মোটেই জটিল হয়নি । ইদারায় বালতি বাবদনা পড়ে গেলে তা তোলার জন্যে আকশি ছিল। জিনিপটা এক গোছা মোটাবড়শিত্ব মতো । দড়িতে বেধে আকশি ফেলে নাড়াচাড়া করলেই হতো । ডুবন্তজিনিস বড়শিতে আটকাতো ।আপনি চাবি পেয়ে গেলেন?হ্যা।সিন্দুক খুললেন?
Recent Comments