Nirbachito Vuter Golpo

মূল রচনা থেকে অংশ:

'অবাক হয়েছ?হ্যা।'“কতটুকু অবাক হয়েছ?চিত্রা চাপা গলায় বলল, "খুব অবাক হয়েছি ।”“বিস্ময়ে অভিভূত?হ্যা?জোবেদ আলি চায়ে চুমুক দিতে দিতে হাসি মুখে বললেন, “এত অল্পতে বিস্বয়েঅভিভূত হয়ো না। পরে সমস্যায় পড়বে । সিক্সথ সেঙ্স-টেন্স কিছু না। আমি যা করেছিতা হচ্ছে খুব সাধারণ একটা ট্রিকস। অনেকগুলি কাগজে একই জিনিস লিখেছি শুধুসময়টা একেক কাগজে একেক রকম । তুমি যদি বারোটার সময় চা নিয়ে আসতেতাহলে বলতাম জানালার কাছে যে পিরিচটা আছে সেই পিরিচের নিচের কাগজটাদেখো । সেই কাগজে লেখা চিত্রা ঠিক বারোটার সময় আমার জন্যে চা নিয়ে আসবে।এখন বুঝতে পারছ?“এটা কেন করলেন?“তোমাকে বিন্ময়ে অভিভূত করে দেবার জন্যে করলাম ।'“কৌশলটা পরে বলে ফেললেন- বিশ্ময়টা তো আর রইল না।'“কৌশলটা স্বীকার করায় বিস্বয় আরও দীর্ঘস্থায়ী হলো । বিস্বয়ের সঙ্গে যুক্ত হলোমজা । তাই না?হ্যা''গন্তীর হয়ে আছ কেন?"রাগ লাগছে ।'রাগ লাগছে কেন?“আপনার এত বুদ্ধি আর আমার এত কম বুদ্ধি, এই জন্যে রাগ লাগছে।'“তোমার বুদ্ধি কম কে বলল?“আমি জানি আমার বুদ্ধি কম। আমি মোটরসাইকেলের মতো ফটফট করে কথাবলতে পারি কিন্তু আমার বুদ্ধি কম ৷ আমি আমার বুদ্ধি দিয়ে কাউকে বোকা বানাতে পারিনা। শুধু মাকে পারি।'“উনাকে বোকা বানাও?'হ্যা মা'র ধারণা আপনাকে আমার একেবারেই পছন্দ না।'“তাই বুঝি?"'হ্যা। আমার বুদ্ধি কম হলেও আমি আবার ভালো অভিনয় জানি । আমি নানানধরনের অভিনয় করে মা'কে ভুলিয়ে-ভালিয়ে রাখি । মা'র ধারণা আমি আপনাকে দেখতেপারি না।'“আসলে পারো?'চিত্রা কঠিন চোখে তাকিয়ে রইল । জোবেদ আলি টের পাচ্ছেন মেয়েটি রেগে১৯