মূল রচনা থেকে অংশ:
এসব বিষয়ে 'সবজান্তা' না ভেবে বসি । আমার ভীতির নিদর্শন আমার সকলপুস্তকেই বিরাজমান । আমার কোনো বইতেই আমি আমার ধ্যান-ধারণাংবা অভিমত উপস্থাপন করার সাহস প্রদর্শন করিনি । আমি আমার ছোটভাইদের কাছে সব সময়ই আহলে সুন্নতের আলেমগণের মহামুল্যবানলেখনীসমূহ আরবী ও ফারসী হতে অনুধাবন করে উপহার দিতে চেষ্টাকরেছি- যে সমস্ত লেখনী সমঝদারগণ শ্রদ্ধা করেন । আমার এ ভয়ের কারণেবহু বছর আমি বইপত্র লেখার সাহসই করিনি ।41০ ০11] ৮৩1৯১18 (০৮০০-০। ০১ 6১৪]। 005)। ৩৪] ০১১৪৮৪1১।৬৪৯৯] 7015 ৮০০] এ] 0০] 15 49005 0৮ ০] ১৪“যখন ফিতনা প্রকাশ হবে কিংবা আমার সাহাবীদেরকে বিদআতী ব্যক্তিবর্গসমালোচনা করবে তখন যেন জ্ঞান শিক্ষাপ্রাপ্ত আলেম সত্য প্রকাশ করে । যদিসে এ রকম কাজ না করে, তবে তার ওপর আল্লাহ তা'লা, ফেরেশতাকুল ওমনুষ্যজাতির লা'নত তথা মাগী! আল্লাহ পাক তার কোনো কাজ কিংবা৮৯০৬৪ শি এ দীসটি দেখার পর আমি গভীরচিন্তা শুরু করলাম । একদি রে আহ সুন্নতের, জ্ঞান বিশারদগণের ধর্মতত্ব ওতাদের সময়কার ৰ াখষয়ক দ্ধ ও মানসিক পরিপন্কতাপিল লি ও পর্কে জানতে পেরে আমিআমার তা দেখতে দি ্ চিজারাদপরর লাকী উক্উপলবি করতে সক্ষম দেখে এবং৯ম পি ০০ সা পিকগোমরাহ পুস্তকাদি রচনা করতে দেখে আমি দুঃখ ভারাক্রান্ত হই । হাদীসেবর্ণিত শাস্তি আমাকে ভীত সন্ত্রস্ত করে তোলে । আমার প্রিয় ছোট ভাইদেরজন্যে আমার অনুভূত দয়া ও সহানুভূতিও আমাকে তাদের খেদমতে আসতেবাধা করে, যার দরুন আমি আহলে সুন্নতৈর উলামাগণের বইপত্র হতেঅনুবাদ ও প্রকাশনা আরম্ড করি । অসংখ্য অভিনন্দনসূচক চিঠি যা আমিপেয়েছি, তার পাশাপাশি বিভিন্ন সময়ে আমি লা-মযহাবীদের পক্ষ থেকে ব্যঙ্গবিদ্রুপ ও কঠোর সমালোচনাও শ্রবণ করেছি। কিন্তু যেহেতু আমার আল্লাহতা'লার প্রতি এবং আমার বিবেকের প্রতি আমার এখলাছ (নিষ্ঠা) ও সততাসম্পর্কে আমার মনে কোনো সন্দেহ নেই, সেহেতু আল্লাহ তা'লার ওপরআস্থা রেখে এবং তার প্রিয় নবী (দঃ)-এর পবিত্র দহ মোবারক ও আউলিয়াকেরামের রূহ মোবারকের তাওয়াসসুল (মধ্যস্থতা) গ্রহণ করে আমি আমারখেদমত অব্যাহত রেখেছি । পনি৯৫
Recent Comments