মূল রচনা থেকে অংশ:
মোবারক ফ্যাসফ্যাসে গলায় বলল, তেলাপোকা |“তেলাপোকা সে তে! দেখতেই পাচ্ছি। কোথেকে এল এত তেলাপোকা?“জানি না।'অন্য ঘরেও আছে, না শুধু এই ঘরে?"এই ঘরে। মিনুর ভেডবডি এই ঘরে ছিল। তেলাপোকায় খেয়ে ফেলেছে।,"তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?”“স্ত্বি না মাথা খারাপ হয় নাই। সত্যি কথা বলতেছি। আপনার কাছে টাকারজন্য গিয়েছিলাম | না পেয়ে মনটা খুব খারাপ হল।'বাবুকে ঘরে রেখে আবার বের হলাম টাকার সন্ধানে ।'তাকে তুমি খালি বাড়িতে রেখে গেলে?“জ্বি। ভেবেছিলাম তাড়াতাড়ি ফিরে আসব। ঝড়-বৃষ্টিতে আটকা পড়ে ঘেলাম।ফিরে দেখি এই অবস্থা ।,তুমি একটা দুধের শিশুকে খালি বাড়িতে একটা ডেডবডির পাশে বসিয়ে চলেগেলে“হ্বি। না গিয়ে তো উপায় ছিল না। হাতে নাই একটা পয়সা।'একটা মানুষ মারা গেছে __ কোন লোকজন নাই। এইটাই-বা কেমন কথা?'কাউকে বলি নাই তো।,“বল নাই কেন?,“কি দরকার! বললেই লোকজন এসে গিজগিজ করবে। হেন কথা তেন কথাবলবে। দরকার কি?“তোমার মাথা পুরোপুরি খারাপ।“হবি না ভাই সাহেব। মাথা ঠিক আছে।"আমি এই ছেলেকে সাথে নিয়ে যাচ্ছি। কয়েকদিন থাক আমার এখানে । তৃমিঅবস্থা ঠিকঠাক করে তারপর নিয়ে যাবে।“জ্বি আচ্ছা ॥“আর এই নাও এক হাজার টাকা ।:“আপনাকে এক সপ্তাহের মধ্যে ফিরত দিয়ে দিব।“ফিরত দিতে হবে না।,“আমি ফিরত দিয়ে দিব। এক সপ্তাহের মধ্যে ফিরত দিব),২
Recent Comments