মূল রচনা থেকে অংশ:
মা লাল রঙের গাড়িটা নিয়ে বের হয়ে গেলেন । তার কিছুক্ষণ পরবেরুলেন বাবা । মা তার গাড়ি নিজেই চালান। বাবা কখনো নিজেচালান না। বাবার সাদা ডাটসান ড্রাইভার চাচা চালায় । যাবার আগেবাবা সব সময় তাকে আদর করেন । অন্তত আদর । দু আঙলে পৃত-লের নাক চেপে বলেন _“কুট কুটু পুইু পৃ হট পুটপৃতুল সোনা খটথউ |ও শহৈটৈপৃতৃল সোনা কৈ কৈ 2তিনি এমন শক্ত করে নাক চেপে ধয়েন যে গুভূলের রীতিমত ব্যথাকরে, তব বাবার আদর এত ভাল লাগে । তার ইচ্ছে করে বাবা সারাক্ষণতার নাক চেপে ধরে, এমন অন্তত অন্তত কথা বলুক । মা'র আদরওতার খ্বব ভাল লাগে । মা আদর করেন ঘৃমুতে যাবার আগে । কিছুক্ষণমাথায় বিনি কেটে বলেন -এত সুন্দর চুল কেন তোমার বন তো? শুধুআদর করতে ইচ্ছে করে।' এই বলে তিনি তার কপালে টুমু খেয়ে গল্পবলা শুরু করেন । কী যে সুন্দর সে সব গক্প। শুধু শুনতেই ইচ্ছে করে।মা অবশ্যি একটার বেশি গল্প কখনো বলেন না। গল্প শেষ হওয়া মান্তনীল বাতি জালিয়ে মশারি ঠিকঠাক করে বলেন-_গুড নাইট পূতৃলসোনা ।”গজ নাইট মা মনি ।,“সুইট ডিমস।'“সুইট ডিমস মা মনি |?আজ বাবা চলে যাবার সময় পৃতুলকে আদর করেন নি । হয়তো মনেছিল না। সব সময় কি আর আমাদের সব কিছু মনে থাকে ? পৃতুললাল কমল নীল কমল বই নিয়ে রেনটি, গাছের নিচে গিয়ে বদল | ঠিকতখন দেখল বাবার গাড়ি ফিরে আসছে । এত তাড়াতাড়ি বাবা চলেএলেন ? এক মিনিটও তো হয় নি বাবা গিয়েছেন ।রহমান সাহেব ফিয়ে এসেছেন ছেলেকে আদর করবার জন্যে । তারগাড়ি যখন বড়ো রাস্তায় পড়েছে, তখনি মনে হয়েছে একটা ছোট্ট ভূলকরা হল । বাচ্চারা এইসব জিনিস খ্বব মনে রাখে । ছোটবেলায় তাকে১৬ পুতুল
Recent Comments