Shankhoneel Karagar

মূল রচনা থেকে অংশ:

বললাম, "কি কিটকি, আজ কলেজ নেই?'আছে, যাব না।'কন?'এমনি। কলেজ ভীষণ বোরিং। তা ছাড়া খাগার অসুখ।'“থাকবি আজ সারা দিন?“হ্যা। আজ রাতে আপনাকে ভুতের গল্প বলতে হবে।'“ভুতের গল্প শুনে ঝাদধি না তো আবার?''ইস্‌, কাদব? ছোটবেলায় কবে কেদেছিলাম, এখনো সেই কথা।''ভালো হবে না কিন্তু।'বলতে বলতে কিটকি লজ্জায় মাথা নিচু করল। খালা বললেন, 'আমিহাসপাতালে যাই খোকা। কিটকি, তুই যাবি আমার সঙ্গে”"না মা, আমি থাকি এখানে।খালা চলে যেতেই রাবেয়া চায়ের টে হাতে ঢুকল। বেশ মেয়ে রাবেয়া। এরভেতর সে গোসল সেরে নিয়ে চুল বেঁধেছে। রাম্না শেষ করেছে, এক দফা চা খাইয়েআবার চা এনেছে। রাবেয়া হাসতে হাসতে বলল, “কি কিটকি? না-না ভিটকিবেগম, এই ঘরে কী করছ? পূর্বরাগ নাকি? সিনেমার মতো শুরু করলে যে?'যান আপা, আপনি তো ভারি ইয়ে....মা ডাকলেন তাই।”'বেশ বেশ, তা এমন গলদা চিংড়ির মতো লাল হয়ে গেছ যে! গরমে নাহৃদয়ের উত্তাপে?'যাশ আপা, ভাল্লাগে শা।'“নিন, নিন, ভিটকি বেগম--চা নিন।'“কি সব সময় ভিটকি ডাকেন, জঘন্য লাগে।'“কিটকির কি কোনো মানে আছে? তাই ভিটকি ভাকি।”“যেন ভিটকির কত মানে আছে।?“আছেই তো। ভিটকি হচ্ছে ভেটকি মাছের স্ত্রীলিঙ্গ। অর্থাৎ তুই একটি গভীর'বেশ, আমি গভীর জলের মাছ। না, চা খাব না।;ঝড়ের মতো বেরিয়ে গেল। রাবেয়া হেসে উঠল হো হো করে। বলল, "বড়ো ভালোমেয়ে।'হা'একটু অহংকার আছে, তরে মনটা ভালো।;“তাই শাকি?৬