মূল রচনা থেকে অংশ:
নাম মনে পড়ছে না। অল্পবয়েসী একটা মেয়ে। অতিপ্রাকৃত গল্প পছন্দকরে। কফি খেতে ভালবাসে ।স্যার, আপনি যার সঙ্গে কথা বলেছেন তার নাম কি নুহাশ?হ্যা নৃহাশ।স্যার, আমি তাকে ডেকে দিচ্ছি, একটু ধরুন স্যার। এক মিনিট।তিনি কম্যুনিকেটরের বোতাম চেপে রাখলেন । এক মিনিট অপেক্ষা করারকথা, এক মিনিট কুড়ি সেকেন্ডের মাথায় লাইব্রেরির ডিরেক্টরের গলা পাওয়াগেল--স্যার, একটি ক্ষুদ্র সমস্যা হয়েছে। মেয়েটি বাড়ি চলে গেছে। কাউকেকিছু না জানিয়ে চলে গেছে। ক্যাটালগ সেকশনে গিয়ে জানতে পারলাম কিএকটা কারণে খুব মন খারাপ করে আজ সে লাইব্রেরিতে এসেছিল। একটা বইছিড়ে কুটিকুটি করেছে। বইটা হল 'অতিপ্রাকৃত গল্পগুচ্ছ'। তারপর বাসায় চলেগেছে। স্যার আমি কি বেশি কথা বলছি?তা বলেছেন।ক্ষমা প্রার্থনা করছি স্যার। মেয়েটা থাকে সাধারণ আবাসিক প্রকল্ের১১৮নং কক্ষে । তাকে আনার জন্যে লোক পাঠাচ্ছি।তার কোনো প্রয়োজন নেই।মেয়েটির কম্যুনিকেটরের সুবিধা নেই, থাকলে এক্ষুণি আপনার সঙ্গেযোগাযোগ করিয়ে দিতাম। অত্যন্ত দুঃখিত স্যার।আপনার এত দুঃখিত হবার কিছু নেই।তাকে কি কিছু বলতে হবে?কিছুই বলতে হবে না। ধন্যবাদ ।ফিহা কম্যুনিকেটরের সুইচ বন্ধ করে দিলেন। তিনি অনির্দিষ্ট ভঙ্গিতেএগ্তচ্ছেন। পা ফেলছেন অতি ভ্রুত। তবে বাড়ির দিকে যাচ্ছেন না। বাড়ি ফিরতে
Recent Comments