Tomader Ei Nogore – [2000]

মূল রচনা থেকে অংশ:

বাজিল বুকে সুখের মতো ব্যথা ।হিমু। এই হিমু”মাথা থেকে কবিতা উধাও হয়ে গেলা-_ হঠাৎ মনে হল জয়নাল সাহেব বাবা । তাঁরগায়ের গন্ধ পর্যন্ত পাচ্ছি। অর্থাৎ আমি ঘুমিয়ে পড়েছি। গভীর ঘুম । অবচেতন মনের যেঅংশে বাবা ঘাপটি মেরে বসে ছিলেন। সেই অংশ থেকে তিনি উঠে এসেছেন। কিছুকঠিন কঠিন কথা তিনি এখন শুনাবেন।“হিমু!“জি।'বেহায়ার মতো মাথা পেতে শুয়ে আছিস তোর লজ্জা লাগছে না। ছোটলোকদেরমতো মাথা মালিশ করাচ্ছিস?''লজ্জা লাগার কী আছে? শরীর আরাম পাচ্ছে। শরীরে বাস করছে আত্মা ৷ কাজেইআত্মাও আরাম পাচ্ছে।“ফাজলামি করছিস? তোকে এত দিন কী শিখিয়েছি? যা শিখিয়েছি। সব ভুল মেরেবসে আছিস?“বাবা ঘুমুতে দাও । আরাম করে ঘুমুচ্ছি।'“গৌতম বুদ্ধ কোথায় জন্মেছিলেন?'লুধিনীর শালবনে ।'হয়েছে। গৌতম বুদ্ধের অনেক বাণী তোকে শিখিয়েছিলাম। মনে আছে?'না।“সব ভুল মেরে বসে আছিস?“বসে নেই বাবা শুয়ে আছি।“আমার সঙ্গে আবৃত্তি কর__১৯৪